ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার প্রতিবাদে লন্ডনে ব্যাপক বিক্ষোভ। প্রতিবাদকারীরা অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহবান জানান। শনিবার দুপুরে সেন্ট্রাল লন্ডনের মার্বেল আর্চ থেকে ইসরাইলি দূতাবাসের সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভে যোগ দেন। ফলে মার্বেল আর্চ থেকে কেনসিংটন পর্যন্ত অনেক রাস্তা বন্ধ করে দেয়া হয়।
সেন্ট্রাল লন্ডনের নর্টিহাম গেইটের ইসরাইলি দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাতে দুপুর ১২টা থেকে সমবেত হতে থাকেন হাজার হাজার প্রতিবাদকারী। যাদের অধিকাংশই ছিলেন তরুণ। তাদের এই অংশগ্রহনকে আশার আলো হিসেবে দেখছেন অনেক প্রবীণ।
হুইল চেয়ারে করে বিক্ষোভ সমাবেশে যোগদেন কোন কোন ফিলিস্তিনি। শান্তি প্রতিষ্ঠায় সকল ধর্ম ও বর্ণের মানুষ অংশ নেয়ায় তারাও আশাবাদী। বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশী কমিউনিটির মানুষও। তারাও ফিলিস্তিনে দ্রুত শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহবান জানান।
বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়ায় ইসরাইল দূতাবাসের সামনের কয়েকটি রাস্তা বন্ধ করে রাখে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক লেবার নেতা জেরিমি করবিন।
তবে কোন মিছিল থেকে পুলিশের উপর ডিম নিক্ষেপের মত ঘটনা ঘটে। কেউ কেউ ইসরলাইলি পতাকা ছিড়ে ফেলতে দেখা যায়। কিছু কিছু বিক্ষোভকারীকে ইসরাইলি দূতাবাসের কাছাকাছি চলে যেতেও দেখা যায়।
… [Trackback]
[…] Find More Information here on that Topic: doinikdak.com/news/15794 […]
… [Trackback]
[…] Find More here to that Topic: doinikdak.com/news/15794 […]
… [Trackback]
[…] Find More on that Topic: doinikdak.com/news/15794 […]