ঢাকা, মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন
করোনা আক্রান্ত কে মৃত ভেবে শ্মশানে, হঠাৎই কেঁদে উঠলেন
Reporter Name

করেনাা আক্রান্ত বৃদ্ধার মৃত্যু হয়েছে ভেবে তাঁর শেষকৃত্য শুরু করে দেন পরিবারের সদস্যরা। বাড়িতে শেষকৃত্যের সব রীতি-রেওয়াজ পালন হয়ে গিয়েছিল। বৃদ্ধাকে শ্মশানে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছিল। সেই মুহূর্তে হঠাৎই চোখ খোলেন ৭৬ বছর বয়সী করোনা আক্রান্ত বৃদ্ধা। পরিবারের সদস্যদের দেখে কেঁদে উঠলেন তিনি।

ভারতের মহারাষ্ট্রের বারামতী এলাকার মুধালে গ্রামের বাসিন্দা শকুন্তলা গাইকোয়াড। দিন কয়েক আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। প্রথমে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু তাঁর বয়সের কথা খেয়াল রেখে পরবর্তী সময়ে তাঁকে বারামতীর একটি হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। কিন্তু ১০ মে তাঁকে হাসপাতালে ভর্তির চেষ্টা হলেও বেড না মেলায় তা সম্ভব হয়নি। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় বৃদ্ধা শকুন্তলা দেবী জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এমনকী নড়াচড়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন তিনি। তাঁকে দেখে মৃত বলে মনে করেন পরিবারের সদস্যরা। এরপরেই পরিবারের বাকি সদস্যদের তাঁর ‘মত্যু’র খবর দেওয়া হয়।

বাড়িতে এনে শকুন্তলাদেবীকে দাহ করার তোড়জোড় শুরু করে দেন পরিবারের সদস্যরা। এমনকী শেষকৃত্যের একাধিক কাজও হয়ে গিয়েছিল বাড়িতে। বৃদ্ধাকে দাহ করতে শ্মশানে নিয়ে যাওয়ার তোড়জোড় করছিলেন পরিবারের সদস্যরা। তখনই ঘটে অবাক কাণ্ড। হঠাৎই চোখ খোলেন শকুন্তলাদেবী। কেঁদে ওঠেন তিনি। তা দেখে হতচকিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। হূলস্থূল পড়ে যায় বাড়িতে। কেঁদে ওঠেন বৃদ্ধার নিকটাত্মীয়রাও। যদিও এরপর আর সময় নষ্ট করেননি শকুন্তলা দেবীর পরিবারের সদস্যরা। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বারামতীর সিলভার জুবলি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় বৃদ্ধার।

6 responses to “করোনা আক্রান্ত কে মৃত ভেবে শ্মশানে, হঠাৎই কেঁদে উঠলেন”

  1. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/15731 […]

  2. … [Trackback]

    […] Find More here to that Topic: doinikdak.com/news/15731 […]

  3. … [Trackback]

    […] Find More on on that Topic: doinikdak.com/news/15731 […]

  4. … [Trackback]

    […] Find More Information here on that Topic: doinikdak.com/news/15731 […]

  5. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/15731 […]

  6. … [Trackback]

    […] Here you will find 28532 more Information to that Topic: doinikdak.com/news/15731 […]

Leave a Reply

Your email address will not be published.