ভারতে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই। দেশটিতে আরও ৩ হাজার ৮৯০ জনের মৃত্যু হয়েছে; নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৯৮ জনের। কর্তৃপক্ষের বরাত দিয়ে গত ২৪ ঘণ্টা অর্থ্যাৎ একদিনের এই হিসাব শনিবার সকালে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতে সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৬ হাজার ২০৭ জনে; শনাক্ত পৌঁছেছে ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৯০৭ জনে।
গত মার্চ মাসে দেশটিতে দৈনিক শনাক্ত রোগী ছিল ২০ হাজারের নিচে। কয়েক সপ্তাহের ব্যবধানে হু হু করে শনাক্ত বেড়েছে। বেড়েছে মৃত্যুও। শুধু এপ্রিলেই দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৬ লাখ।
শনাক্ত রোগীর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত। আর মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র আর ব্রাজিলের পরই চতুর্থ স্থানে আছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশটি।
… [Trackback]
[…] Here you will find 86472 additional Information to that Topic: doinikdak.com/news/15728 […]