ঢাকা, রবিবার ০৬ অক্টোবর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন
দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, ওবায়দুল কাদের
Reporter Name

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের বলেছেন, সরকারের সর্বাত্মক চেষ্টায় করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তিনি আরো বলেন ঈদের পর কর্মস্থলে ফিরতে মানুষের বাঁধভাঙা জনস্রোতের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।

আজ শনিবার  সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের নাকি এক যুগ ধরে ঈদ নেই, তাদের হত্যা করা হচ্ছে এবং মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আপনারা কি ভুলে গেছেন, ২০০১ সালে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর নির্মম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিলেন?’

তিনি আরো বলেন, বিএনপির আমলে মা–বাবা মারা গেলেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গ্রামের বাড়ি যেতে পারেননি। দাফন-কাফনের শেষ সুযোগটুকুও দেওয়া হয়নি। ঈদের নামাজ আদায়ের সময়ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আমলের নির্যাতনের পুনরাবৃত্তি ঘটানোর কোনো নজির স্থাপন করেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।

 

One response to “দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, ওবায়দুল কাদের”

  1. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/15698 […]

Leave a Reply

Your email address will not be published.