১৫ মে,জয়নাল আবেদীন রিটন,ভৈরব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছেন। আহতদের ১০ জন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলো তাকি(১৪),জারিফ(৬),তামিম (১৬),শাওন(১২),আহমেদ শফি(৭),তালহা(১৬),রাফি (৬),তামিম(১৬),সায়ন(১৫),রায়হান ও তপু সুত্র ধর। গতকাল ঈদের সকাল থেকে বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন স্থানে উল্লেখিত ১১ জনকে কুকুর কামড়িয়ে আহত করে। এদের মধ্যে ১০ জন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছে এবং আরো কয়েকজন প্রাইভেট হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন।
জানা যায়, ঈদের দিন সকাল ১০টার থেকে রাত ৮ টা পর্যন্ত এ সময়ের মধ্যে বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে উল্লেখিতরা আহত হয়। কুকুরটি শহরের বিভিন্ন পাড়া মহল্লায় ঢুকে রাস্তায় চলাচলকারীদের কামড়িয়ে আহত করে। আহতদের অধিকাংশই শিশু কিশোর। এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত পাগলা কুকুরটিকে ধরা সম্ভব হয়নি।
ভুক্তভোগীরা জানায়. প্রয়োজনে আমরা বাড়ির বাহিরে গেলে হঠাৎ উপস্থিত হয়ে একটি পাগলা কুকুর আমাদের কামড়িয়ে আহত করে। আমরা স্থানীয় ভাবে এবং শফি আহমেদ নামে একটি শিশু ঢাকায় চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কিশোর কুমার ধর জানান, ঈদের দিন থেকে এখনো পর্যন্ত কুকুরের কামড়ে আহতরা চিকিৎসা নিতে এখানে আসছেন। এ পর্যন্ত আমরা ১০ জনকে চিকিৎসা দিয়েছি। এ ছাড়াও কুকুরটি শফি আহদে নামে এক শিশুর মুখে কামড় দিয়ে গুরুতর আহত করে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
ভৈরব পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর নাসিমা বেগম জানান, খবর পাওয়ার পর থেকে আমাদের লোকজন বিভিন্ন পাড়া মহল্লায় কুকুরটিকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন । কুকুরটিকে আটক করা হলে ভ্যাকসিনসহ প্রয়োজনীয় ব্যাস্থা নেয়া হবে।
… [Trackback]
[…] Info to that Topic: doinikdak.com/news/15694 […]
… [Trackback]
[…] Find More to that Topic: doinikdak.com/news/15694 […]
… [Trackback]
[…] Read More here to that Topic: doinikdak.com/news/15694 […]
… [Trackback]
[…] Find More Info here to that Topic: doinikdak.com/news/15694 […]
Keep up-to-date on global happenings, policy changes, and athletic achievements.
Our dedicated reporters bring you timely reporting around
the clock. Interesting news in the world today