সিলেটের গোয়াইনঘাটে জামিনে মুক্তি পাওয়ার ১৫ দিনের মাথায় খুন হয়েছেন গোয়াইনঘাটের রুস্তমপুরের কুরিখলা গ্রামের বাসিন্দা কামাল উদ্দিন ৫০।
গতকাল ঈদের দিন সন্ধ্যা সাড়ে সাতটায় গোয়াইনঘাটের বঙ্গবীর মোড় এলাকায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন কামাল উদ্দিন। পরবর্তীতে তাঁকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কৃতরা হলেন, রুস্তমপুর কুরিখলা গ্রামের রাজীব আহমদ (২২), আতাউর রহমান (৪৫) ও সইফুল্লাহ (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম দিকে গোয়াইনাটের বঙ্গবীর এলাকার কুরিখাল গ্রামের মস্তফা মিয়ার পরিবারের সঙ্গে নিহত কামাল উদ্দিনের পরিবারের জমি নিয়ে বিরোধ হয়। এ নিয়ে জানুয়ারি মাসে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সে সময় মস্তফা মিয়ার পক্ষের দুলাল আহমদ নামের এক ব্যক্তি ছুরির আঘাতে আহত হন।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ১৫ দিন আগে তিনি জামিনে ছাড়া পান।
এদিকে এ ঘটনায় নিহতের ভাই আবদুল হামিদ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় মামলা করেছেন। মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Leave a Reply