ঢাকা, সোমবার ২৩ জুন ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
ফিলিস্তিনি-ইসরায়েল যুদ্ধ বন্ধে তেল আবিব পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দূত
Reporter Name

ইসরায়েল-ফিলিস্তিনি চলমান সংঘাত বন্ধ করতে আলোচনার জন্য তেল আবিবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দূত হাদি আমর।

বিবিসি জানিয়েছে, দুই পক্ষকে অস্ত্র বিরতিতে রাজি করাতে ইসরায়েল, ফিলিস্তিন ও জাতিসংঘের দূতের সঙ্গে আলোচনা করবেন দূত ।

এখন পর্যন্ত গাজায় ফিলিস্তিনি পক্ষের ১৩৩ জন এবং ইসরায়েলের ৮ জনের মৃত্যুর খবর এসেছে। গাজায় ইসরায়েলি বিমান হামলার পাল্টায় হামাস যোদ্ধাদের রকেট ছোড়া অব্যাহত রয়েছে।

সঙ্কট নিরসনে যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের নেতাদের  আহ্বানের মধ্যেই শনিবার তেল আবিবে পৌঁছালেন হাদি আমর। আগামী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে তার এই সফর ‘তাৎপর্যপূর্ণ’ হয়ে উঠেছে।

ইসরায়েলে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, হাদি আমরের এই সফরের লক্ষ্য হল ‘একটি টেকসই শান্তির লক্ষ্যে চলমান আলোচনাকে শক্তিশালী করা।’

গাজায় ইসরায়েলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে মনোযোগ বাড়াতে বাধ্য হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার প্রশাসন দ্রুততার সঙ্গে কূটনৈতিক চেষ্টায় নেমে পড়েছে, যদিও এখন পর্যন্ত ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাউকে মনোনীত করা হয়নি।

ইসরায়েল বলছে  গাজায় সেনা অভিযানের বিষয়টিকে বিকল্প হিসেবে মাথায় রেখেছে তারা।

x