ঢাকা, বুধবার ২৫ জুন ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
পশ্চিমবঙ্গে একদিনে করোনায় মৃতের রেকর্ড
Reporter Name

একদিনে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু দেখল ভারতের পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৬ জন। এনিয়ে পশ্চিমবঙ্গে করোনায় মৃতের  ১২ হাজার ৯৯৩ জনে দাড়িয়েছে।

কলকাতা  স্বাস্থ্য অধিদফতর জানায়, গত কাল ৭০ হাজার ৫১ জনের নমুনা পরীক্ষায় পজিটিভি এসেছে ২০ হাজার ৮৪৬ জনের। আক্রান্তের হার ৯ দশমিক ৬৮ শতাংশ। উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ৪ হাজারের উপরে রয়েছে। তার পরই কলকাতা। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪ হাজার ১৯৭ ও ৩ হাজার ৯৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৩১ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৬ দশমিক ৭৮ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লাখ ৩১ হাজার ৭৯২ জনর

x