ঢাকা, রবিবার ০৬ অক্টোবর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
ইসরায়েল সীমান্তে জড়ো হচ্ছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জনগন
Reporter Name

ইহুদি দেশ ইসরায়েল বিরোধী উত্তেজনা ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও। ইতোমধ্যেই ইসরায়েল সীমান্তে জড়ো   হয়েছেন জর্ডান ও লেবাননের ফিলিস্তিনিপন্থীরা। যোগ দিয়েছেন সিরিয়ার বাসিন্দারাও।

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ফিলিস্তিনিদের অধিকার আদায়ের সংগ্রামে সংহতি জানিয়ে ইসরায়েল সীমান্তের কিং অ্যালেনবাই সেতুর দিকে এগিয়ে যাচ্ছেন শত শত জর্ডানিয়ান। জর্ডান থেকে ইসরায়েলে চলাচলের অন্যতম মাধ্যম এই সেতুটি।

শুক্রবার সীমান্ত পার হয়ে ইসরায়েলের মেতুলা শহরে ঢুকে গেছেন লেবাননের একদল বিক্ষোভকারী। তাদের ওপর ‘সতর্কতামূলক’ গুলি ছোড়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত এক লেবানিজ নাগরিক নিহত হয়েছেন।

গত কাল লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের দিকে কমপক্ষে তিনটি রকেট নিক্ষেপ করা হয়।

ইহুদি দেশের বিরোধিতায় যোগ দিয়েছেন সিরিয়ার  মানুষেরাও। গত শুক্রবার সিরিয়া থেকেও ইসরায়েল লক্ষ্য করে তিনটি রকেট হামলা চালানো হয়েছে।

সফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের আরও কযেকটি দেশ। সংযুক্ত আরব আমিরাত দুই পক্ষকেই যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে। পরিস্থিতিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে বাহরাইন।

গত ডিসেম্বরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া মরক্কো জানিয়েছে, তারা পশ্চিম তীর ও গাজায় ৪০ টন খাদ্য, ওষুধ ও কম্বল পাঠাবে।

ইসরায়েলি ও হামাস নেতাদের সঙ্গে যুদ্ধবিরতির করার বিষয়ে চেষ্টা করছে মিসর।

 

3 responses to “ইসরায়েল সীমান্তে জড়ো হচ্ছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জনগন”

  1. … [Trackback]

    […] Find More Information here to that Topic: doinikdak.com/news/15671 […]

  2. … [Trackback]

    […] Read More to that Topic: doinikdak.com/news/15671 […]

  3. OBENGBET says:

    … [Trackback]

    […] There you will find 89975 more Information to that Topic: doinikdak.com/news/15671 […]

Leave a Reply

Your email address will not be published.