পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী এনএনএস হাসপাতালে চলছে করোনা রোগীদের চিকিৎসা। চিকিৎসা শুরুর পর পরই হাসপাতালের পরিকাঠামো এবং পরিছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রোগীর পরিবারের লোকেরা। আর এবার হাসপাতালের অস্থায়ী কর্মীরাই হাসপাতালের পরিছন্নতা নিয়ে অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার হাসপাতালে অস্থায়ী কর্মীরা দাবি করেন, অস্বাস্থ্যকর পরিবেশে হাসপাতালে কাজ করা অসম্ভব হয়ে পড়ছে।
কর্মীদের অভিযোগ, ১০-১২ দিন ধরে হাসপাতালে মধ্যেই পড়ে রয়েছে ২০ থেকে ২২টি করোনা রোগীর মৃতদেহ। সেগুলিতে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে। কোনো কোনো মৃতদেহের কান ছিঁড়ে কুকুরের নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ। দুর্গন্ধে কর্মীরা অসুস্থ হয়ে পড়ছেন, তারা কাজে মনোনিবেশ করতে পারছেন না।
অভিযোগ রয়েছে, কর্মীরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানালেও কোনো সমাধান হয়নি। তাই বৃহস্পতিবার তারা এক প্রকার বাধ্য হয়েই বিক্ষোভ করেছেন। এ বিক্ষোভ চলে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত। পরে অবশ্য হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের মধ্যস্থতায় তারা এই বিক্ষোভ প্রত্যাহার করেন। সূত্র: আনন্দবাজার
… [Trackback]
[…] Find More to that Topic: doinikdak.com/news/15644 […]
… [Trackback]
[…] Find More on to that Topic: doinikdak.com/news/15644 […]
… [Trackback]
[…] Find More on to that Topic: doinikdak.com/news/15644 […]