গোটা ভারত করোনার করাল গ্রাসে৷ রাজ্যে-রাজ্যে অক্সিজেনের সংকট চরম আকার নিয়েছে। একই পরিস্থিতি গোয়াতেও। গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে গত কয়েকদিনে ৭৪ রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অক্সিজেনের অভাব বা অক্সিজেনের চাপ কম থাকার জেরেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের সামনে মেনে নিয়েছে গোয়া সরকার।
শুক্রবার সকালে চাঞ্চল্যকর একটি তথ্য প্রকাশ্যে এসেছে। গত কয়েকদিনে ওই হাসপাতালে ৭৪ রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গোয়ার এই হাসপাতালে পরপর মৃত্যু নিয়ে আদালতে মামলা হয়। সেই মামলার শুনানিতে কার্যত অক্সিজেনের সংকট মেনে নিয়েছে গোয়ার সরকার।
বেশ কয়েকটি মৃত্যুর ক্ষেত্রে অক্সিজেনের প্রেসার কম থাকার ঘটনা মেনে নিয়েছে গেয়াার সরকার। জানা গিয়েছে, মঙ্গলবার গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছিল ২৬ রোগীর। এরপর বুধ ও বৃহস্পতিবারও আরও বেশ কয়েকজন রোগীর মৃত্যু হয় ওই হাসপাতালে। প্রত্যেকেই অক্সিজেনের অভাবের জেরেই মারা গিয়েছেন বলে দাবি। এরপরেই হাসপাতালে এই পরপর মৃত্যু নিয়ে আদালতে মামলা হয়।
… [Trackback]
[…] Info on that Topic: doinikdak.com/news/15635 […]
… [Trackback]
[…] Read More on that Topic: doinikdak.com/news/15635 […]