ঢাকা, শনিবার ১২ অক্টোবর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
আগ্নেয়গিরির গরম লাভায় তৈরি হচ্ছে পিৎজা (ভিডিও)
Reporter Name

জেগে উঠেছে আগ্নেয়গিরি। চারিদিকে ছড়িয়ে পড়ছে লাভা। লাভার সেই উত্তাপকে কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে পিৎজা। সম্প্রতি এ রকমই একটি ভি‌ডিও নিয়ে মেতেছেন নেটিজেনরা

গুয়াতেমালায় রয়েছে পাকায়া আগ্নেয়গিরি। জেগে ওঠার পর সেই আগ্নেয়গিরি থেকে বেরচ্ছে লাভা। সেখানেই পিৎজা বানিয়েছেন ডেভিড গার্সিয়া নামের এক ব্যক্তি। ৩৪ বছরের ডেভিড পিজা বানানোর সব উপকরণ নিয়ে পৌঁছে গিয়েছিলেন। লাভার উত্তাপে যাতে ক্ষতি না হয়, তার জন্য সতর্কতামূলক ব্যবস্থাও নিয়েছিলেন তিনি। গরম লাভার উপর তিনি বসিয়েছিলেন ধাতুর পাত্র। তার উপর তৈরি করা হয়েছে পিৎজা। এক ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেখানে ঘুরতে আসা পর্যটকরা খেয়েছেন ডেভিডের বানানো সেই পিৎজা।

এ ব্যাপারে ডেভিস আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি-কে বলেছেন, ‘‘প্রায় ৮০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১৪ মিনিট ধরে তৈরি করা হয়েছে পিৎজা। তা খেতেও খুব সুন্দর হয়েছে।’’ লাভার উপর তৈরি এই পিৎজাকে নেটিজেনরা ‘পাকায়া পিজা’। দেখুন কী ভাবে তৈরি করা হয়েছে ওই পিৎজা – ভি‌ডিও

3 responses to “আগ্নেয়গিরির গরম লাভায় তৈরি হচ্ছে পিৎজা (ভিডিও)”

  1. … [Trackback]

    […] Read More Information here to that Topic: doinikdak.com/news/15587 […]

  2. … [Trackback]

    […] Read More to that Topic: doinikdak.com/news/15587 […]

  3. Dan Helmer says:

    … [Trackback]

    […] Find More Info here on that Topic: doinikdak.com/news/15587 […]

Leave a Reply

Your email address will not be published.