ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কোভ্যাক্সিনের ফর্মুলা ‘অন্যদের দিতে প্রস্তুত’ ভারত বায়োটেক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভারতের প্রতিষ্ঠান ভারত বায়োটেক তাদের উৎপাদিত করোনার টিকা ‘কোভ্যাক্সিন’-এর ফর্মুলা অন্য উৎপাদকদের দিতে প্রস্তুত।

দেশটির সরকারি প্রতিষ্ঠান নীতি আয়োগের সদস্য ড. ভিকে পাল শুক্রবার এ তথ্য জানান।

তিনি জানান, ভারতের অনেক প্রদেশই কোভিড-১৯ টিকার ফর্মুলা অন্য উৎপাদকদের সঙ্গে শেয়ার করার অনুরোধ জানিয়েছে। এ অবস্থায় ভারত বায়োটেক তাদের তৈরি করোনার টিকা কোভ্যাক্সিনের ফর্মুলা অন্য উৎপাদকদের সঙ্গে শেয়ার করতে প্রস্তুত আছে। খবর এএনআই’র

ড. ভিকে পাল বলেন, লোকজন বলছে কোভ্যাক্সিনের ফর্মুলা অন্য উৎপাদকদের দেওয়া উচিত। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা যখন বিষয়টি নিয়ে কোভ্যাক্সিনের উৎপাদকদের সঙ্গে আলোচনা করেছি তখন তারা একে স্বাগত জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *