হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনেই রংপুর নগরীর কোর্ট মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ দিন সিয়াম সাধনার পর আজ(১৪ মে) শুক্রবার মুসল্লিরা ঈদের নামাজে অংশ নেন।
প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ৩০ মিনিটে।
ঈদের নামাজে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা,জেলা প্রশাসক আসিব আহসান ছাড়াও উর্ধতন কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশ ঈদ জামাতে অংশ নেয়।
নামাজ শেষে মোনাজাতে দেশের মানুষের করোনামুক্তির জন্যে প্রার্থনা করা হয়েছে।
এছাড়াও জেলার সবচেয়ে বড় মসজিদ কেরামতিয়া জামে মসজিদে সকাল ৯টায়, শালবন জালালিয়া জামে মসজিদে সকাল ৯টায়, নগরীর শাপলা চত্বর আশরাফিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৯টায়, সেনপাড়া জামে মসজিদে সকাল ৯টায়, কামারপাড়া কুতুবিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, নিউ সেনপাড়া জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে ।