ঢাকা, রবিবার ১৫ জুন ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
লকডাউনের বিধিনিষেধ আরও ৭ দিন বাড়ছে
Reporter Name

কোভিড-১৯ সংক্রমণ রোধে চলমান লকডাউনের বিধিনিষেধ আরও ৭ দিন বাড়ছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। আগামী ১৬ মে মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি। লকডাউন বেড়ে ২৩ মে পর্যন্ত করা হচ্ছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় এপ্রিল থেকে বিধিনিষেধ শুরু হয়। শুরুর দিকে যানবাহন চালু রেখে লকডাউন দেওয়া হয়।

১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়। পরে তিন দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে আগামী ১৬ মে মধ্যরাতে।

x