বিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। বুধবার রাতে সাংবাদিকদের তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে শুভেচ্ছা ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
বুধবার দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
করোনাভাইরাসের বিস্তার রোধে ইতোমধ্যে সারাদেশে ‘লকডাউন’ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে ছুটিতে সবাইকে কর্মস্থলে অবস্থান করতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতেই এবার উদযাপিত হতে যাচ্ছে ঈদুল ফিতর।