ঢাকা, শনিবার ১২ অক্টোবর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
ইংল্যান্ডের কাউন্সিলে মৌলভীবাজারের দুইজন নির্বাচিত
Reporter Name

ইংল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচনে দুটি কাউন্সিলে বিপুল ভোটে মৌলভীবাজারের দুইজন নির্বাচিত হয়েছেন। ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিসট্রিক্ট কাউন্সিলে এ দুজন নির্বাচিত হন।

নির্বাচিতরা হলেন হাসান খান ও লিজা বেগম। তারা মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের আজমনি গ্রামের বাসিন্দা।

হাসান খান ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিসট্রিক্ট কাউন্সিলের বৌলিং এন্ড বারক্রেন্ড নির্বাচনী এলাকায় ২০৩১ ভোটে নির্বাচিত হয়েছেন। লিজা বেগম ১৩৪০ ভোট পেয়ে পিমলিকোর চার্চিল ওয়ার্ডে ওয়েস্টমিনিস্টার কাউন্সিলের উপ-নির্বাচনে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। তারা উভয়েই লেবার পার্টির মনোনীত প্রার্থী ছিলেন।

গত ৬ মে চার্চিল ওয়ার্ডে উপনির্বাচনে নির্বাচিত হন লিজা বেগম। ওয়াল্ডেন হাউস এবং ক্যান্ডি স্ট্রিট ফ্ল্যাটগুলি রক্ষা করার প্রচারণা লন্ডনের জাতীয় গণমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। হাসান খান এনিয়ে টানা তিন বারের মতো জয়ী হয়েছেন। তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য।

2 responses to “ইংল্যান্ডের কাউন্সিলে মৌলভীবাজারের দুইজন নির্বাচিত”

  1. 뉴토끼 says:

    … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/15243 […]

  2. … [Trackback]

    […] Find More here on that Topic: doinikdak.com/news/15243 […]

Leave a Reply

Your email address will not be published.