ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
“ইমামদের ঈদ উপহার দিলেন সাবেক মেয়র সাঈদ খোকন”
Reporter Name

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ইমাম/খাতীবদের আর্থিক অনুদান বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ সোমবার (১০ মে, ২৭ রমজান) বিকালে পুরান ঢাকার নাজিরা বাজারস্থ নিজ কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির শুরু করেন।

মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়ল ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে প্রতি বছর ন্যায় এবারো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মসজিদের ইমাম/খাতীবদের অনুকূলে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তাঁর পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন।

সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছে, তাঁর বাবার স্মৃতি বিজরিত সংগঠন ‘মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন’ এর আয়োজনে তাঁর পরিবারের পক্ষ থেকে এসব কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সদ্যবিদায়ী সেক্রেটারী জেনারেল ও ইসলামী এডুকেশন অ্যান্ড রিসার্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শাইখ ড. মুহা. শহীদুল্লাহ খান মাদানী, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ওমর আলী, সম্মন্বয়কারী হাজী হাফিজ, আতিকুর রহমান স্বপন, মোহাম্মদ সাজেদ, মোহাম্মদ সাদেক মিঠু, মোকলেসুর রহমান রোমেল, বাবু ভুঁইয়া, সালাহউদ্দিন আহমেদ তুহিন, শাহাদাত হোসেন মিকো, ফয়সাল শেখ ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল ইসলাম সুমন প্রমুখ।

x