ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য যুবকের কান্ড
Reporter Name

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভাইরাল হওয়ার আশায় ফেসবুকে গাঁজা সেবনের ভিডিও পোস্ট করে জেলে গেলেন এক যুবক। রোববার দুপুরে ওই উপজেলার রসুল্লাবাদে তাকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত মো. আব্দুল্লাহ রসুল্লাবাদ এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

নবীনগরের ইউএনও একরামুল সিদ্দিক বলেন, প্রবাসী মো. আব্দুল্লাহ বন্ধুদের নিয়ে নিয়মিত গাঁজা সেবন করত। সেই ভিডিও ভাইরাল হওয়ার আশায় ফেসবুকে পোস্ট করত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় আব্দুল্লাহকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালদের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

ইউএনও জানান, আব্দুল্লাহর বাকি সঙ্গীদের ধরতে অভিযান চলছে। মাদক সেবন ও বিক্রেতাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

x