ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
দেশবরেণ‍্য পরমাণুবিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী
Reporter Name

হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার: দেশবরেণ‍্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১২ তম মৃত্যুবার্ষিকী আজ (৯ মে) রবিবার।

প্রয়াত বিজ্ঞানীর ভাতিজা ও রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম জানান, মৃত্যুবার্ষিকি উপলক্ষে আজ সকালে জেলা ও উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা  আওয়ামী  লীগ ও সহযোগী সংগঠন, মহাজোট নেতারা, বিভিন্ন সামাজিক, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের নেতারা লালদীঘির ফাতেহপুরে জয়সদনে প্রয়াত বিজ্ঞানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। বিকেলে জয়সদন প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ ওয়াজেদ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

এসময় প্রয়াত বিজ্ঞানীর কর্মময় জীবনের স্মৃতিচারণায় আলোচনা সভার আয়োজন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় জানান, বেলা ৩ টার সময় মৃত‍‍্যুবার্ষিকী উপলক্ষে আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে তথ‍্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের সঙ্গে জেলা প্রশাসক আসিব আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়, প্রয়াত বিজ্ঞানীর ভাতিজা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছায়াদত হোসেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম সংযুক্ত থাকবেন।

x