ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে খালেদা জিয়ার নথি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
Reporter Name

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ক্ষেত্রে শর্ত শিথিলের সুযোগ আছে কিনা তা নিয়ে মতামত প্রদান শেষে এ সংক্রান্ত নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।

রোববার সকালে নথিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এর আগ শনিবার সন্ধ্যায় আইনমন্ত্রী সমকালকে বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ক্ষেত্রে শর্ত শিথিলের সুযোগ আছে কি-না তা নিয়ে মতামত প্রদান শেষে রোববার এ সংক্রান্ত নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি বলেন, ‘শনিবার ছুটির দিনে কর্মকর্তা-কর্মচারী না থাকায় নথি পাঠানো সম্ভব হয়নি। তাই আইনি মতামতসহ রোববার সকালে কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে।’

কী মতামত দেওয়া হয়েছে- জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘কী মতামত দিয়েছি সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই জানাবে।’

x