ঢাকা, রবিবার ১৫ জুন ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
পানিতে গুলে খাওয়া করোনার ওষুধ অনুমোদন দিল ভারত
Reporter Name

ভারতে মাত্রাছাড়া সংক্রমণের মুখে করোনার আরও এক দেশি প্রতিষেধক জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র পেল। ভারতের ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (ডিআরডিও) এবং হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ড. রেড্ডিজ যৌথভাবে ওই প্রতিষেধক তৈরি করেছে।

করোনার এই প্রতিষেধকের নাম ‘২–ডিঅক্সি–ডি–গ্লুকোজ’ (২–ডিজি)। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজিআই) ছাড়পত্র পাওয়া এ প্রতিষেধকটি আদতে একটি পাউডার, যা পানিতে গুলে খেতে হয়।

x