ঢাকা, শনিবার ২১ জুন ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
ফাইজার ও মডার্নার ভ্যাকসিন প্রথম ডোজের পরেই কার্যকর
Reporter Name

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের রিয়েল ওয়ার্ল্ড স্টাডি অব ভ্যাক্সিনেটেড থেকে এমন তথ্য প্রকাশিত হয়েছে।

গবেষণার ফলাফল থেকে বলা হয়, প্রথম ভ্যাকসিন গ্রহণের এক বা দুই সপ্তাহের মধ্যে ৮০ শতাংশ সংক্রমণ প্রতিরোধ করে এবং দ্বিতীয় ডোজ গ্রহণের এক বা দুই সপ্তাহের মধ্যে ৯০ শতাংশ সংক্রমণ প্রতিরোধে কার্যকর এই ভ্যাকসিন।

যুক্তরাষ্ট্রের মাত্র ৪ হাজারের কম লোকের দেহে ভ্যাকসিন প্রয়োগের পর বিশ্লেষণে এই ফলাফল মিলেছে বলছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

গবেষণাটি পরিচালিত হয় ২০২০ সালের ১৪ ডিসেম্বর থেকে ২০২১ সালের ১৩ মার্চ পযন্ত।  ১৩ সপ্তাহের সময়কালে ছয়টি রাজ্যের ৩ হাজার ৯৫০ জন অংশগ্রহণকারীকে নিয়ে বিশ্লেষণের মাধ্যমে এর ফলাফল প্রকাশ করা হয়।

এই গবেষণা থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় টিকা প্রদানের প্রচেষ্টা কাজ করছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন( সিডিসি) পরিচালক।

 

x