ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় আরো ৩৯১৫ মৃত্যু, ভারতে করোনা শনাক্তে ফের রেকর্ড
Reporter Name

করোনা শনাক্তে ফের বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। মহামারিতে চরম বিপর্যয়ে থাকা দেশটি প্রতিদিন গড়ছে এমন অপ্রতিকর রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন।  এই সময়ে মৃত্যু হয়েছে আরো ৩ হাজার ৯শ ১৫ জনের। শুক্রবার (৭ মে) সকালে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

দেশটিতে এখন সক্রিয় করোনা রোগী প্রায় সাড়ে ৩৬ লাখ। দেশটির গবেষকরা বলছেন, গেল দু’সপ্তাহের পর্যবেক্ষণ অনুসারে ভাইরাসটি সবচেয়ে ৪১ শতাংশ পর্যন্ত সক্রিয় পর্যটন নগরী গোয়ায়। সেখানে দ্রুত বিস্তার লাভ করছে করোনা। এরপরই রয়েছে নয়াদিল্লি। রাজধানীতে ২১ শতাংশ পর্যন্ত সক্রিয় ভাইরাসটি।

বৃহস্পতিবারই ভারতের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, জরুরিভিত্তিতে দিল্লিকে ৭শ টন অক্সিজেন সরবরাহ করতেই হবে কেন্দ্রীয় সরকারকে। তালিকার তৃতীয় অবস্থানে পশ্চিমবঙ্গ। গবেষকরা বলছেন, রাজ্যটিতে মাত্র শেষ হওয়া বিধানসভা নির্বাচনের কারণেই দ্রুত ছড়িয়েছে ভ্যারিয়েন্টগুলো।

ভারতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগী ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জন। আর মোট মৃত্যু ২ লাখ ৩৪ হাজার ৮৩ জন। সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে যথারীতি শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এ রাজ্যেই মোট আক্রান্ত প্রায় ৫০ লাখ। আর মৃত্যু হয়েছে সাড়ে ৭৩ হাজার মানুষের।

One response to “২৪ ঘণ্টায় আরো ৩৯১৫ মৃত্যু, ভারতে করোনা শনাক্তে ফের রেকর্ড”

  1. … [Trackback]

    […] Find More here on that Topic: doinikdak.com/news/13640 […]

Leave a Reply

Your email address will not be published.

x