মোঃ আসাদুর রহমান শিমু: কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃকুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের মাত্র এক কিলোমিটার দুরেই অবস্থিত পুলেরপাড় বাজার। উপজেলা সদরের সাথে যুক্ত দুটি সড়কের দু’পাশের ব্যাক্তি মালিকানা জমিতে গড়ে ওঠা দোকান ঘর ভাড়া নিয়ে সেই ঘরে বিভিন্ন ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন স্থানীয় অনেক মানুষ। উপজেলা সদর হতে পুলেরপাড় বাজার হয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার সাথে একটি সড়ক ও অপর সড়কটি কাউয়াহাকা ঘাট পর্যন্ত বিস্তৃত। জীবন- জীবিকার তাগিদে ফুলবাড়ী সদর হতে কাউয়াহাকা পর্যন্ত দীর্ঘ সড়কেই উপজেলার বিভিন্ন এলাকার হাজারও মানুষ রাতদিন যাতায়াত করেন। এক কথায় উপজেলার ব্যস্ততম সড়কগুলোর মধ্যে এটি একটি। এমন ব্যস্ত সড়কেই সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীসহ সড়কের আশপাশের ছোট বড় ব্যবসায়ীরা ।
বুধবার ৫ মে বিকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বৈশাখের সামান্য বৃষ্টিতে সড়কটির পুলেরপাড় বাজারের একটি বৃহত্তর অংশে প্রায় হাটুসমান পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সৃষ্ট জলাবদ্ধতার কারণে সড়কে চলাচলকৃত বিভিন্ন যানবাহনের চাকার মাধ্যমে পানি ছিটকে গিয়ে আশপাশের দোকানে প্রবেশ করছে। কাঁদাপানির ছড়াছড়িতে ব্যাহত হচ্ছে আশপাশের দোকানের বেচাকেনা। তাছাড়া পাকা সড়কে পিচ্ছিল কাঁদাপানিতে প্রায় ঘটছে দুর্ঘটনা। এ সড়কে জমে থাকা কাঁদাপানি ছড়িয়ে পড়ছে পুলেরপাড় বাজার হয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার সাথে যুক্ত সড়কটিতেও।
সড়কের পাশের ঔষধ ব্যবসায়ী সোহরাব আলী, বিকাশ ব্যবসায়ী পুনিল চন্দ্র, কাঁচামাল ব্যবসায়ী শচীন চন্দ্র, মোবাইল মেকানিক মিজানুর রহমান, ফল বিক্রেতা ওবায়দুল হক জানান, এখানে জলাবদ্ধতার কারণে দোকানে বেচা-কেনা প্রায় বন্ধ হয়ে গেছে। কাস্টমার দাঁড়ানোর কোন জায়গা নেই। সড়কের জমে থাকা নোংরা পানি ছিটকে দোকানে ঢুকে সমস্ত মালপত্র ভিজে নষ্ট হয়ে যায়। সামান্য বৃষ্টিতে যে অবস্থা তাতে বর্ষা আসলে পরিস্থিতি কি হবে? আমরা কি ব্যবসা করতে পারবো? আর ব্যবসা করতে না পারলে কি করে খাব? এ সড়কে যাতায়তকারী এলাকাবাসী বলেন, কাঁদাপানিতে সড়ক পিচ্ছিল হওয়ায় যানবাহন নিয়ন্ত্রণ করা কষ্টকর। ব্রেক করলেই গাড়ি উল্টে যায়। সড়কের জমে থাকা নোংরা পানিতে পোশাক ভিজে যায়। যানবাহনের চাকার চাপে পানি ছিটকে দোকানে ঢুকে পড়ার কারণে প্রায়ই দোকানীদের সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে। পরিস্থিতি বিবেচনায় সড়কের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট সকলের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী সহ পথচারীগন।
সড়কটিতে জলাবদ্ধতার কারণে সৃষ্ট জনভোগান্তির সত্যতা স্বীকার করে সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিমল চন্দ্র সেন বলেন,জলাবদ্ধতা দূর করার জন্য আজ রাতেই চেয়ারম্যানের সাথে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
… [Trackback]
[…] Read More here on that Topic: doinikdak.com/news/13286 […]
… [Trackback]
[…] Find More Information here on that Topic: doinikdak.com/news/13286 […]
… [Trackback]
[…] Read More on to that Topic: doinikdak.com/news/13286 […]
… [Trackback]
[…] Find More Info here to that Topic: doinikdak.com/news/13286 […]
… [Trackback]
[…] Find More on that Topic: doinikdak.com/news/13286 […]
… [Trackback]
[…] There you will find 75087 additional Information to that Topic: doinikdak.com/news/13286 […]
… [Trackback]
[…] Read More on that Topic: doinikdak.com/news/13286 […]
… [Trackback]
[…] Find More Information here on that Topic: doinikdak.com/news/13286 […]