ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
করোনায় ঈদ নেই জামদানি কারিগরদের
Reporter Name

আব্দুল মুমিন রূপগঞ্জ প্রতিনিধি: ছোট্ট কাল থেকেই জামদানী ব্যবসা করেন শরীফ মিয়া। দুই ঈদ আর বিভিন্ন পূজাপার্বনে বছরে ৭/৮ লাখ টাকা আয় করেন তিনি। এক বছর ধরে করোনার কারনে ব্যবসা বন্ধ। তিনি বলেন, জমানো টাকা শেষ। ঋণ করে সংসার চালাচ্ছি। লকডাউন আর করোনায় সব লন্ড ভন্ড করে দিয়েছে। জমানো ব্যবসাটা ধ্বংস হয়ে গেছে। কারিগররা জামদানি তৈরি করতে পারছে না। আমরাও ব্যবসা করতে পারছি না।

এ অবস্থা আরো দীর্ঘ হলে ফকির হয়ে যামু ভাই। আল্লাহ ই ভাল জানেন জীবন জীবিকা চালাব কিভাবে আর বউ পোলাপান লইয়্যা ঈদই করমু কেমনে?? তারপরও দোয়া করি আল্লাহ দ্রুত করোনা মহামারি উঠিয়ে নেক। আল্লাহ সবাইকে হেফাজত করুন।”  “করোনা আমাগো শেষ কইরা দিছে। করোনা আর লকডাউন আমার রিজিক কাইরা নিছে। এহন অলস সময় লুডু খেইলা সময় কাটাই। ঈদে বউ পোলাপানগো কিছু কিনে দেয়ার মতো টাকা নাই। সরকার হগলতরে প্রণোদনা দিতাছে। অথচ জামদানিশিল্পীরা বাংলাদেশরে বিশ্বদরবারে তুইলা ধরে। জামদানি শিল্পীগো খবর নেয় না কেউ।” এভাবেই মনের ক্ষোভে কথাগুলো বললেন রূপগঞ্জের জামদানি শিল্পী সজিব মিয়া। ঈদ কিংবা পার্বণের সময় জামদানির চাহিদা বেশি থাকায় ওই সময় জামদানিশিল্পীরা ব্যস্ত সময় কাটান। ঈদের আগে নাওয়া-খাওয়ার ফুসরতটুকু পান না তারা। কিন্তু এবারের চিত্র ঠিক উল্টো। এবার জামদানিশিল্পীরা বেকার ও অলস সময় কাটাচ্ছেন। আগের বছরগুলোতে ভারত, সৌদি, দুবাই, ইন্দোনেশিয়ায় জামদানি শাড়ি রপ্তানি করা গেলেও এবার লকডাউনের কারণে তা সম্ভব হয়নি। ফলে ১০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হয়েছে দেশ। বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাংলাদেশকে দাঁড় করিয়ে দিতে যে শিল্পীরা শ্রম-ঘাম ঝরাচ্ছেন তাদের জন্য নেই সরকারি প্রণোদনার ব্যবস্থা। ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত জামদানিপল্লির ১০ হাজার শিল্পীর মাথায় হাত।

নোয়াপাড়ার জামদানিপল্লি ঘুরে দেখা গেছে, জামদানি পল্লিতে আগের মতো খুট-খাট শব্দ নেই। নেই কোলাহল। লকডাউনের কারণে বন্ধ রয়েছে জামদানি কারখানাগুলো। জামদানি বিক্রির হাটও বন্ধ। অথচ প্রতিবছর ঈদ এগিয়ে আসলে নাওয়া-খাওয়া ভুলে কারিগররা কে কত শাড়ি তুলতে পারেন তা-নিয়ে চলতো প্রতিযোগিতা। এবার চিত্র ঠিক এর উল্টো। দেখে মনে হবে যেন এক ভুতুড়ে নগরী। আবার তাঁতিরা শুয়ে-বসে অলস সময় পার করছেন। কেউ লুডু খেলা অথবা আড্ডা দিয়ে সময় কাটাচ্ছেন। তবে কোনো তাঁতি স্বল্প পরিসরে জামদানির কাজ করলেও বিক্রি করতে পারছেন না। তাঁত বুননের কাজ না থাকায় কয়েকজন তাঁতিকে কাঁচামালসহ রমজানের বিভিন্ন পণ্য বিক্রি করতে দেখা যায়। জামদানিশিল্পীরা বলেন, ঈদে দেশের বাজার ছাড়াও ভারত, পাকিস্তান, মিসর, সৌদি আরব, দুবাই, বিট্রেনসহ বিভিন্ন দেশে জামদানি শাড়ি রপ্তানি হতো। লকডাউনের কারণে রপ্তানি বন্ধ রয়েছে। ফলে ১০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হয়েছে দেশ।

তাঁতিরা বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে তেমন কোনো ব্যস্ততা নেই। কর্মহীনভাবে দিন কাটছে তাদের। তবে কয়েকজন শাড়ি তৈরি করলেও তা বিক্রি করতে পারছেন না। সংসার চালাতে গিয়ে দুচোখে শর্ষে ফুল দেখছেন তারা। শিল্পী ঝর্না বেগম, সাবেকুন, বিউটি আক্তার, আতিকুল ইসলাম বলেন, “আমরা ঘাম জড়াইয়া একটা শাড়ি বানাই। এই শাড়ি সারা বিশ্বে চলে। কিন্তু আমাগো দাম নাই।”  মহাজন এরশাদ, শরীফ, ইসমাঈল, আনোয়ার, মজিবুর বলেন, আগে ঈদ এলে ভারত, সৌদি, দুবাইসহ বিভিন্ন দেশে জামদানির চাহিদা থাকত। লকডাউনের কারণে সব শেষ। জামদানি পল্লী বিসিকের সভাপতি জহিরুল ইসলাম বলেন, লকডাউনের কারণে শতকরা ৯০ ভাগ তাঁতি কর্মহীন হয়ে কষ্টে দিন পার করছে। তাদের প্রণোদনার দাবি জানাচ্ছি।

10 responses to “করোনায় ঈদ নেই জামদানি কারিগরদের”

  1. Usually I do not read article on blogs, but I
    wish to say that this write-up very forced me to take a look at and do
    so! Your writing style has been amazed me. Thank
    you, very nice article.

  2. Good day! This is my first comment here so I just wanted to give a quick shout out and
    say I truly enjoy reading through your blog posts.
    Can you suggest any other blogs/websites/forums that cover the same
    subjects? Thanks for your time!

  3. Hello my friend! I want to say that this post is
    awesome, great written and include almost all vital infos.

    I’d like to peer extra posts like this .

  4. certainly like your web-site however you have to
    check the spelling on several of your posts. A number of them are rife
    with spelling problems and I to find it very troublesome to tell the reality however I will
    surely come again again.

  5. Howdy! I know this is somewhat off topic but I was wondering if you knew where I could get
    a captcha plugin for my comment form? I’m using the same blog platform as yours and I’m having problems finding one?

    Thanks a lot!

  6. Howdy! I know this is kinda off topic but I was wondering if you knew
    where I could find a captcha plugin for my comment
    form? I’m using the same blog platform as yours and I’m having difficulty finding
    one? Thanks a lot!

  7. kåt kone says:

    I have been exploring for a little bit for any high-quality articles or blog posts
    on this sort of area . Exploring in Yahoo I eventually stumbled upon this web site.
    Reading this info So i am satisfied to show that
    I’ve an incredibly just right uncanny feeling I
    came upon exactly what I needed. I most without a doubt will make certain to don?t omit this website and
    provides it a look on a constant basis.

  8. Hello! I know this is kinda off topic however , I’d figured I’d ask.

    Would you be interested in trading links or maybe guest writing a blog
    post or vice-versa? My site addresses a lot of the same subjects as yours and I believe we could greatly benefit from
    each other. If you happen to be interested feel free to send me an email.
    I look forward to hearing from you! Awesome blog by the way!

  9. Hi! I’ve been reading your site for some time now and finally
    got the bravery to go ahead and give you a shout out from Dallas Texas!
    Just wanted to tell you keep up the excellent work!

Leave a Reply

Your email address will not be published.

x