ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন
ভারতে আটকা পড়েছেন,সাকিব মুস্তাফিজ
Reporter Name

আইপিএল শেষ করে আগামী ১৯ মে দেশে ফেরার কথা ছিল সাকিব ও মুস্তাফিজের। চলতি মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন এই দুজন। কিন্তু করোনার দাপটে আজ হুট করেই আইপিএল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সব ধরনের যোগাযোগ আপাতত বন্ধ। তাই আইপিএল থেকে সাকিব ও মুস্তাফিজকে বিশেষ ব্যবস্থাতেই ফিরতে হবে।

আইপিএল বন্ধ ঘোষণার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে যে, দেশি-বিদেশি ক্রিকেটারদের বাড়িতে পাঠানোর জন্য তারাই ব্যবস্থা করছে। তাই পরিস্থিতির ওপর নজর রাখছে বিসিবি। দুই বোর্ডের সমন্বয়ের মাধ্যমেই সাকিব-মুস্তাফিজকে ফেরানো হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৩ ম্যাচ ৩৮ রানের পাশাপাশি সাকিব নিয়েছেন ২ উইকেট। পরে দল থেকে বাদ পড়েন। তবে মুস্তাফিজ ছিলেন দুর্দান্ত। ৭ ম্যাচের সবগুলো খেলে তার শিকার ৮ উইকেট। ওভারপ্রতি দিয়েছেন মাত্র ৮.২৯ রান। ইতোমধ্যেই শ্রীলঙ্কা সিরিজ উপলক্ষে সাকিব-মুস্তাফিজের ১৪ দিনের কোয়ারেন্টিন শিথিল করতে সরকারকে অনুরোধ করেছে বিসিবি।

Leave a Reply

Your email address will not be published.

x