কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরে পবিত্র রমজান মাসে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, স্বাস্থ্যবিধি অমান্য ও মাস্ক পরিধান না করায় কক্সবাজার শহরের দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এর মধ্যে আলী জাহাল রোডের স্বাদ স্পেশাল বেকারিকে ১৫ হাজার টাকা ও মিষ্টিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ( ৩ মে) বিকেল ৪ টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াছমিন ও মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন, মুনমুন পাল।ভ্রাম্যমান আদালত সূত্র জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।