হীমেল মিত্র অপু, স্টাফ রিপোর্টার: রংপুরের গঙ্গাচড়া উপজেলার বলবিল ইউনিয়নের লিয়াকত আলীর চলতি ইরি- বোরো মৌসুমে ধান কাটার সময় এখন। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে কাঙ্খিত ফসল ঘরে তোলার পালা। কৃষকদের সোনালী স্বপ্ন পূরণের সময় এখন। ধানকেটে কেউ ধার-কর্জ শোধ করবেন।
এমন এক পরিস্থিতিতে আজ (৪মে) মঙ্গলবার দুপুর ২ টার সময় রংপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক,সাবেক ছাত্রনেতা লক্ষিন চন্দ্র দাসের নেতৃত্বে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে পাল্লার হাট নামক স্থানে লিয়াকত আলীর দুই একর জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলেন।
বিকেলে প্রায় অসহায় ৪০০ শত মানুষের মাঝে রংপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক,
সাবেক ছাত্রনেতা লক্ষিন চন্দ্র দাসের নেতৃত্বে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা, রংপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক লক্ষীন চন্দ্র দাস, অন্যতম সদস্য ডিজেল আহমেদ, জাহিদুল ইসলাম বাবু, আতাউর রহমান, কামরুজ্জামান লিটন,
হীমেল মিত্র অপু,
শহীদুজ্জামান সোহাগ,
মিজানুর রহমান মিজান,
সাইদ সুমন
সজিব,
সাহাজাহান মিয়া,
সোহেল আরমান,
মোকলেছার রহমান জাদু,
আব্দুল আজিজ,
ইবনে সবুজ,
গঙ্গাচড়া উপজেলা যুবলীগের স্থানীয় নেতৃবৃন্দগণ।