ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
গোলাপগঞ্জে ২চোরাকারবারি গ্রেপ্তার
Reporter Name

জাকারিয়া আবুল: গোলাপগঞ্জের দাড়িপাতন এলাকা থেকে আমদানি শুল্ক ও কর ফাঁকি দিয়ে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেছে র‌্যাব। এসময় একটি প্রাইভেটকার আটক করে র‌্যাব। এসময় র‌্যাব কার তল্লাশি করে ৪ লাখ ৮০ হাজার শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার করে। মঙ্গলবার (৪ মে) দুপুরে জৈন্তাপুর থানা পুলিশ গ্রেফতারকৃতদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে, জৈন্তাপুর থানাধীন দলইপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে শরীফ উদ্দিন (২০) ও গোয়াইনঘাট থানাধীন ফুলতলিছগ্রামের আব্দুছ ছালামের আলমাসু, রিপন (১৯)। সোমবার (৩ মে) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট র‌্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে।

x