মোঃ ফারুক হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছী উপজেলার ইসমাইলপুর গ্রামে এক সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মুত্যু হয়েছে।
জানা যায়, ০৪ এপ্রিল আনুমানিক সকাল ৭টার দিকে উপজেলার ইসমাইলপুর গ্রামের মোঃ মোকলেছুর রহমানের ছেলে মোঃ ফিরোজ হোসেন (৪০) মটর সাইকেল যোগে কোলা হাটে আসার পথে ইসমাইল পুর মাদ্রসার সামনে পৌঁছালে অপরদিক থেকে আসা মাছ বোঝাই একটি ভুটভুটির সংঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনা স্থলেই মটর সাইকেল আরোহী ফিরোজ হোসেনের মৃত্যু ঘটে।
বদলগাছী থানা অফিসার ইনর্চাজ মোঃ আতিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে দাফন করা হয়। তবে ভুটভুটিসহ চালক রুবেল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে মামলার প্রস্ততি চলছে।