যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকা আনার জন্য বাংলাদেশের ওষুধ কোম্পানি রেনাটা ফার্মাসিউটিক্যালস সরকারের কাছে আবেদন করেছে।
সোমবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
সাংবাদিকদের তিনি বলেন, মডার্নার টিকা আনার জন্য রেনাটা ফার্মাসিউটিক্যালস আবেদন করেছে। এ সংক্রান্ত কাগজপত্র ঔষধ প্রশাসন অধিদপ্তরে (ডিজিডিএস) পাঠানো হয়েছে। “তারা যাচাই-বাছাই করে দেখছেন, ওই কোম্পানির সক্ষমতা আছে কিনা, তারা আনতে পারবেন কিনা।”
মডার্নার টিকা শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। দেশে এ ধরনের ব্যবস্থা আছে কিনা তা জানতে চান সাংবাদিকরা।
জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, “এখন পর্যন্ত আমাদের ক্যাপাসিটিতে আমরা এটা ঢাকায় রাখতে পারব। কিন্তু ঢাকার বাইরে এই টিকা সংরক্ষণের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেই।”
চীনের সিনোফার্ম যে পাঁচ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিচ্ছে, সেগুলো কবে নাগাদ আসতে পারে জানতে চাইলে খুরশীদ আলম বলেন, এখনও সঠিক তারিখ পাওয়া যায়নি।
“তারা (চীন) আমাদেরকে বলেছিল আমরা টিকা নিব কিনা। আমরা নিতে রাজি আছি, সেটা তাদেরকে জানিয়েছে। কিন্তু টিকা কবে আসবে সেই তারিখ তারা আমাদেরকে এখনো জানায় নাই।”
করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে গণপরিবহন চালু করা হলেও তা শুধু শহরের মধ্যে সীমিত আকারে চালুর পরামর্শ দেন তিনি।
… [Trackback]
[…] Find More Information here to that Topic: doinikdak.com/news/12396 […]
… [Trackback]
[…] Here you will find 1119 more Info to that Topic: doinikdak.com/news/12396 […]
… [Trackback]
[…] Here you will find 9294 more Information to that Topic: doinikdak.com/news/12396 […]
… [Trackback]
[…] Here you will find 45174 additional Information on that Topic: doinikdak.com/news/12396 […]