জগন্নাথপুরে হামলায় কৃষক আহত সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় গরীব কৃষক উনু মিয়া আহত হয়েছেন। তিনি পৌর এলাকার হাসিমাবাদ গ্রামের মৃত জহুর আলী বগুর ছেলে।
জানাগেছে, কৃষক উনু মিয়ার সাথে বেশ কিছু দিন ধরে তার প্রতিবেশি সিরাজ মিয়ার লোকজনের বিরোধ চলে আসছে। এরই জের ধরে কিছু দিন আগে কৃষক উনু মিয়ার এক বছরের জন্য রাখা গবাদিপশুর খাবার খড় পুড়ে ফেলা হয়। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হযেছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এছাড়া তার একটি গরুকে কুপিয়ে আহত করা হয়।
এসব নিয়ে গত ২৯ এপ্রিল রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় কৃষক উনু মিয়া গুরুতর আহত হন। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আহত উনু মিয়ার স্ত্রী বাদী হয়ে প্রতিপক্ষের সিরাজ মিয়া ও দব্বির মিয়া সহ ৫ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।