ময়মনসিংহে হেফাজতে ইসলামের নেতা আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২ মে) বিকেল ৩টার দিকে উপজেলার মাইজবাড়ির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির বলে জানা গেছে।
গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
তিনি বলেন, ‘২৮ মার্চ হরতালের নামে নাশকতা, নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাসে আগুন ও পুলিশের ওপর হামলার ঘটনায় আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেফতার করা হয়েছে।’