কেনিয়ায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ দম্পতিদের একে অপরকে হত্যা করার ঘটনা রোধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রেড ম্যাটিয়াং।
কেনিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টারের বরাতে জানা যায়, কেনিয়ার একটি পুলিশ কলেজের এক অনুষ্ঠানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রেড ম্যাটিয়াং বলেন, আগের তুলনায় অনেক বেশি নারী পুলিশ কর্মকর্তাদের যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ আসছে। কর্মকর্তাদের মধ্য অপরাধ-প্রবণতা কমানোর লক্ষ্যে পুলিশ কর্মকর্তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নিষেধাজ্ঞার বিধি তৈরি করতে মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করা হয়েছে।
তবে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন পেতে হবে।
সিদ্ধান্ত অনুমোদন হলে, দুই পুলিশ কর্মকর্তার মধ্যে প্রেমের সম্পর্ক হলে তাদের একজনকে চাকরি ছাড়তে হবে। একজন পুলিশ কর্মকর্তা তার অধীন কারও সঙ্গে প্রেম বা বিয়ে করতে পারবেন না।
… [Trackback]
[…] Find More here to that Topic: doinikdak.com/news/11967 […]