ঢাকা, মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই মহিলা ছিনতাইকারী আটক
Reporter Name

আশীষ দাশ গুপ্ত হবিগঞ্জ লাখাই প্রতিনিধি:  হবিগঞ্জের লাখাই উপজেলায়  দুই ছিনতাইকারীকে আটক করেছে লাখাই থানা পুলিশ।  গতকাল শনিবার  (১ মে ) দুপুরে  লাখাই থানার ওসি সাইদুল ইসলাম ছিনতাইকারীদের  আটকের পর বিষয়টি এ প্রতিনিধি কে নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ এপ্রিল বিকেলে উপজেলার সিংহগ্রামের মাজদা আক্তার নামে এক মহিলা বামৈ থেকে সিংহগ্রাম যাওয়ার পথে  দুই ছিনতাইকারী তার গলা থেকে চেইন ছিনতাই করে নিয়ে যায়। ঐ মহিলার অভিযোগের প্রেক্ষিতে লাখাই থানার ওসি সাইদুল ইসলাম নেতৃত্বে এস,আই মোঃ সোহাগ মিয়ার সহযোগিতায়  একদল পুলিশ গোপন সূত্রে সংবাদ ভিত্তিতে    ব্রাক্ষনবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার  ধরমন্ডল এলাকায় অভিযান চালায়। অভিযানে দিলারা বেগম স্বপ্না, লাইজু আক্তার  নামে দুই ছিনতাইকারীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে আট আনা স্বনের চেইন। যাহা মুল্য ৩০০০০ টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দুই ছিনতাইকারী   জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ন   সহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। ছিনতাইকারীদের ঐদিন বিকেলে হবিগঞ্জ কোর্টে প্রেরন করেন

x