ঢাকা, শনিবার ০৪ মে ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
দেশে করোনায় মৃত্যু সাড়ে ১১ হাজার ছাড়াল
Reporter Name

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৪২০তম দিনে গত ২৪ ঘণ্টায় নতুন ৬০ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫১০ জনে।

করোনায় চলতি মাসের ১৯ তারিখ সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়। গতকাল ৫৭ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৫ হাজার ১১৭টি নমুনা পরীক্ষায় এক হাজার ৪৫২ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নয় দশমিক ৬১ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৪০ লাখ ৪৭ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৩৬ হাজার ৮৯৮টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৫৪ লাখ ৮৪ হাজার ৮২১ নমুনা।

এর মধ্যে শনাক্ত হয়েছেন সাত লাখ ৬০ হাজার ৫৫৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় তিন হাজার ২৪৫ জনসহ মোট ছয় লাখ ৮৪ হাজার ৬৭১ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৬০ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ২৩ জন নারী। তাদের মধ্যে সবারই হাসপাতালে (সরকারীতে ৪০ জন, বেসরকারীতে ২০ জন) মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ১১ হাজার ৫১০। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত আট হাজার ৩৯০ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭২ দশমিক ৮৯ শতাংশ এবং তিন হাজার ১২০ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৭ দশমিক ১১ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬০ জনের মধ্যে এগারো থেকে বিশ বয়সী এক জন, একুশ থেকে ত্রিশ বয়সী তিন জন, ত্রিশোর্ধ্ব দুই জন, চল্লিশোর্ধ্ব সাত জন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন এবং ষাটোর্ধ্ব ৩৭ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে পাঁচ জন, খুলনা বিভাগে পাঁচ জন, বরিশাল বিভাগে এক জন ও রংপুর বিভাগে দুই জন।

করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৫ কোটি ২১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৩১ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১২ কোটি ৯৪ লাখের বেশি।

One response to “দেশে করোনায় মৃত্যু সাড়ে ১১ হাজার ছাড়াল”

  1. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/11868 […]

Leave a Reply

Your email address will not be published.

x