ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন
মৌলভীবাজরে মাস্ক পরিধান না করায় ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান
Reporter Name

শনিবার (১ মে) বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত শহরের কুসুমবাগ ও সেন্ট্রাল রোড এলাকার শপিংমল-দোকানপাটগুলোতে এ অভিযান চালানো হয়।

জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মৌসুমী আক্তার, আসমা উল হুসনা এবং অর্ণব মালাকার। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় মাস্ক পরিধান না করার অপরাধে ১৮ জন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিকে, অভিযান পরিচালনার ফলে জনগণের মধ্যে মাস্ক কিনার হিড়িক পরলে এ সুযোগে ফার্মেসীর এক অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের অধিক মূল্যে মাস্ক বিক্রি করছে বলে জানা যায়। পরবর্তীতে সেই ফার্মেসীতে সরেজমিনে গেলে এ অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে মাস্ক বিক্রি করায় সেই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি এবং অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

One response to “মৌলভীবাজরে মাস্ক পরিধান না করায় ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান”

  1. PGZEED says:

    … [Trackback]

    […] There you can find 27424 more Information to that Topic: doinikdak.com/news/11858 […]

Leave a Reply

Your email address will not be published.

x