এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বজ্রপাতের ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।শনিবার (১লা মে) সকাল ১০ টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় লোকজন জানান, বৃষ্টিপাতের সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী কাছারী পাড়া গ্রামে কবিনুর ইসলাম মাহের (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বজ্রপাতের সময় কবিনুর ইসলাম মাহের মাঠে কাজ কাজ করছিলেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুটিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজ্রপাতে কবিনুর ইসলাম মাহের নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।
অপর দিকে একই ইউনিয়নের আরো তিন জন মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হয়।আহতরা হলেন একই গ্রামের নাজমুল ইসলাম (৩২),রফিকুল ইসলাম(৫০),স্বাধীন ইসলাম (২৬)।
আহতদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।