ঢাকা, রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন
সাইকোলজি স্টুডেন্টস এসোসিয়েশন “এর কমিটি ঘোষনা
Reporter Name

ইশরাত জান্নাতুল ইভা,জবি প্রতিনিধি: দেশের অন্যতম মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সংগঠন সাইকোলজিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশন (পিএসএ) এর নতুন কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মিম মারিহা মৃধা-কে সভাপতি এবং একই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সালমান রশিদ শান্ত কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়। গত ৩১ এপ্রিল,২০২১ (শুক্রবার) সংঠনের প্রতিষ্ঠাতা সদস্যরা ২৫ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করেন।

১ম কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন:-

সহ-সভাপতি- সাদিয়া সুলতানা নিশাত (ইবি) ও ইফফাত জাহান শমী (বশেমুরবিপ্রবি),

যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা মেহরীন (শাবিপ্রবি);

সাংগঠনিক সম্পাদক- রাফিউর রহমান (তেজগাঁও কলেজ),

সহ-সাংগঠনিক সম্পাদক- অনুপমা আনজুম (হাবিপ্রবি), আনিকা তাবাসসুম (ইডেন কলেজ);

প্রচার ও প্রচারণা সম্পাদক- রিফাত হাসান রবিন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়),

সহকারী প্রচার ও প্রচারণা সম্পাদক: যারীন তাসনিম (শাবিপ্রবি) ও আরাফাত বাদশা (নোবিপ্রবি);

কোষাধ্যক্ষ- মিনহাজ উদ্দিন (রাবি),

সহকারী কোষাধ্যক্ষ – হৃদয় ইফতেখার ইফতি (বাহার কলেজ);

দপ্তর সম্পাদক- নোয়েল নাহিদ টিপ (রাবি),

সহকারী দপ্তর সম্পাদক- তামান্না তাজরীন তিশা (কুবি);এবং কার্যনির্বাহী সদস্যপদে নির্বাচিত বাকি সদস্যবৃন্দ হলেন- আফিয়া সুলতানা, আয়শা সিদ্দিকা আশা, সুমাইয়া বিনতে আজাদ, আতিক মোহাম্মদ জুবায়ের, নাফিসা জাহান, জিনাত ইমু, সজল মুহিব, মারিয়া হায়দার শান্তা, ফৌজিয়া কালাম কান্তা, আফসানা আফরিন।

নতুন কমিটি সম্পর্কে সাধারণ সম্পাদক সালমান রশিদ শান্ত বলেন, “সাইকোলজি স্টুডেন্টস এসোসিয়েশন (PSA)- এর যাত্রা শুরু হয়েছিলো জনসাধারণের কাছে মানসিক স্বাস্থ্যসেবার সঠিক বার্তা পৌঁছে দিতে। এই সংগঠনের সদস্যগণ প্রথম থেকেই আমাদের এই মূলনীতি অর্জনে একাগ্রতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এবং একই ধারাবাহিকতায় নতুন কমিটির সদস্যরাও মানসিক সুস্বাস্থ্যের বার্তা সকলের কাছে পৌঁছে দিতে সময় উপযোগী উদ্যোগ গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি।”

উল্লেখ্য,“Ensuring Mental Health Care by Enriching Ourselves” এই স্লোগানকে সামনে রেখে ১২ মার্চ,২০২০ থেকে সংগঠনটি কাজ শুরু করে এবং করোনাকালে “টেলিকাউন্সিলিং” সেবার আওতায় মানসিক স্বাস্থ্য রক্ষায় PSA প্রতিনিয়ত সেবা দিয়ে চলেছে।

সুস্থ মন ও সুস্বাস্থে গড়ে উঠুক প্রতিটি পরিবার,এই স্লোগানকে সামনে রেখেই এগিয়ে যাবে পিএসএ এই আশা ব্যক্ত করেন সংগঠনটির প্রত্যেক সদস্য।

6 responses to “সাইকোলজি স্টুডেন্টস এসোসিয়েশন “এর কমিটি ঘোষনা”

  1. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/11822 […]

  2. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/11822 […]

  3. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/11822 […]

  4. … [Trackback]

    […] Read More Info here to that Topic: doinikdak.com/news/11822 […]

  5. chat says:

    … [Trackback]

    […] Read More on to that Topic: doinikdak.com/news/11822 […]

  6. … [Trackback]

    […] Find More here on that Topic: doinikdak.com/news/11822 […]

Leave a Reply

Your email address will not be published.