ঢাকা, শনিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
জয়পুরহাটে মাদক কারবারি আটক
Reporter Name

নাহিদ আখতার, জয়পুরহাট: জয়পুরহাট সদরের হানাইল এলাকার ওয়ালটন সার্ভিস সেন্টারের উত্তর দিক থেকে ১৯৯ পিস ইয়াবা ও প্রায় ৫০০ গ্রাম গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট।

আটককৃত মাদক কারবারির নাম আরমান আলী। সে পাঁচবিবি থানার চকভারাহুত গ্রামের গফুর মন্ডলের ছেলে বলে জানাযায়।

স্থানীয় ও র‌্যাব সুত্রে জানাযায় আরমান আলী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকম মাদকের ব্যবসা করে আসছিল।

জয়পুরহাট র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস, এম, ফজলুল হক *দৈনিক ডাককে★জানান গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার বেলা ১ টায় মাদক বিরোধী অভিযানে আরমান আলীকে ১৯৯ পিস ইয়াবা এবং ৪৪০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।এ সময় ১ টি মোবাইল সহ ১ টি সিম ও মেমোরি কার্ড জব্দ করা হয়।

তিনি আরও জানান আটককৃত আরমানের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্যনিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

x