ঢাকা, মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
মে দিবসে মুক্তি কাউন্সিলের সমাবেশ ও গণসঙ্গীত
Reporter Name

মহান মে দিবস উপলক্ষে জাতীয় মুক্তি কাউন্সিলের সমাবেশ, গণসঙ্গীত ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে নয়টায় এই সমাবেশের শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন মুক্তির মঞ্চের হেমন্ত দাষ।

সমাবেশের সভাপতি ফয়জুল হাকিম বলেন, মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। ১৮৮৬ সালের ১ মে কাজের ঘণ্টা কমানোর দাবিতে, ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে যে সংগ্রাম শুরু হয়েছিল তা আজ বিশ্বের দেশে দেশে শ্রমিক শ্রেণির আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে পরিণত হয়েছে। এই দিনে সারা বিশ্বের শ্রমিক শ্রেণী মজুরি দাসত্বের বিরুদ্ধে, পুঁজিবাদী শোষণ বৈষম্য নির্যাতন লুণ্ঠনের বিরুদ্ধে সংগ্রামে রাজপথে নামে।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন গত ১৭ এপ্রিল বাঁশখালীতে গুলি করে ৭ জন শ্রমিককে হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন: হাসিনা সরকার এস আলম কর্তৃপক্ষের সেবায় শ্রমিকদের হত্যা করেছে। এই হত্যার বদলা নিতে সর্বত্র শ্রমিকদের সংগঠন, সংগ্রাম গড়ে তুলতে হবে।

ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা বলেন: জনগণের মতপ্রকাশের স্বাধীনতা, প্রচারের স্বাধীনতা কেড়ে নিয়ে সরকার দেশে এক পুলিশি শাসন কায়েম করেছে। পার্বত্য জেলাসমূহের জাতিসত্তা জনগণের মুক্তির সংগ্রামের নেতা, ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট সাধারণ সম্পাদক মাইকেল চাকমাকে ২০১৯ সালের ৯ই এপ্রিল গুম করা হয়েছে।সরকার গুম, বিচার বহির্ভূত হত্যা, গ্রেপ্তার মিথ্যা মামলার মাধ্যমে জনগণকে দমন করার পথ বেছে নিয়েছে। একে প্রতিরোধ করতে হবে।

বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক কাজী ইকবাল মহান মে দিবসের সংগ্রামী শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন: মে দিবস এলেই শ্রমিক হত্যাকারী হাসিনা সরকার বাংলাদেশের শ্রমিকদের জন্য মায়াকান্না কাঁদে। জনগণকে ধোঁকা দিতে উন্নয়নের মিথ্যা গল্প প্রচার করে। শ্রমিক আন্দোলনে ঘাপটি মেরে থাকা বুর্জোয়া মালিক শ্রেণীর দালাল শ্রমিক নেতারা চক্রান্ত করে রাজনৈতিক সংগ্রাম থেকে শ্রমিকদের বিযুক্ত করে রাখে।এদের মুখোশ উন্মোচন করতে হবে।

6 responses to “মে দিবসে মুক্তি কাউন্সিলের সমাবেশ ও গণসঙ্গীত”

  1. … [Trackback]

    […] Read More to that Topic: doinikdak.com/news/11709 […]

  2. … [Trackback]

    […] Read More on to that Topic: doinikdak.com/news/11709 […]

  3. … [Trackback]

    […] Read More Info here on that Topic: doinikdak.com/news/11709 […]

  4. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/11709 […]

  5. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/11709 […]

Leave a Reply

Your email address will not be published.

x