ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
টানা দুই টেস্টে নব্বইয়ের ঘরে আউট তামিম
Reporter Name

আগের টেস্টের প্রথম ইনিংসে আউট হয়েছিলেন ৯০ রানে। দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে অপরাজিত থাকা অবস্থায় ম্যাচের ভাগ্যে লেখা হয় ‘ড্র’। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আরও কাছে গিয়েও তামিম ইকবাল পারলেন না সেঞ্চুরি পূর্ণ করতে।

৯২ রানে কাটা পড়লেন টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। জয়াবিক্রমার বলে থিরিমান্নের হাতে ক্যাচ দেন এ বাঁহাতি ওপেনার। ১৫০ বলের ইনিংসে চারের মার ১২টি। তিন ইনিংসের মধ্যে দু’বার নার্ভাস নাইনটিজের শিকার বাংলাদেশের ওপেনার।

 

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা চলছে। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৬৫ রান। মুমিনুল হক ৩০ ও মুশফিকুর রহিম ১২ রানে অপরাজিত আছেন।

সকালে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছ শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নামা বাংলাদশের শুরুটা দারুণ হলেও লাঞ্চ বিরতির আগের ওভারে দুই উইকেট হারানোয় বাড়ে হতাশা।

সাইফ হাসান ২৫ ও নাজমুল হোসেন শান্ত শুন্য রানে আউট হয়েছেন সকালের সেশনের শেষের ওভারে।


নিউজ সোর্সঃ টানা দুই টেস্টে নব্বইয়ের ঘরে আউট তামিম

x