ঢাকা, শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
কিছু মানুষের মুখোশ খুলবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য
Reporter Name

পবিত্র ঈদুল ফিতরের পরে কিছু সত্য কথা বলে, কিছু সত্য জিনিস তুলে ধরে নারায়ণগঞ্জের কিছু মানুষের মুখোশ খুলবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান।

শুক্রবার বিকাল ৩টায় ফতুল্লার মাসদাইর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে প্রয়াত এমপি নাসিম ওসমানের ৭ম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের প্রশ্নে কিছু কথা। অনেকেই অনেক কথা কিছু দিন ধরে বলে যাচ্ছেন। এখন রমজান মাস কোভিড চলছে। কবে চলে যাই জানি না। মৃত্যু যদি না হয় তবে ঈদের পরে আল্লাহ যদি সুস্থ রাখেন, সবল রাখেন- তাহলে নারায়ণগঞ্জে কিছু সত্য কথা বলবো, কিছু সত্য জিনিস তুলে ধরবো এবং কিছু মানুষের মুখোশ খুলবো।

তিনি বলেন, তারপরে দেখা যাক আল্লাহ কয়দিন বাঁচিয়ে রাখে। জীবনেও এসেছি সরবে, কান্না করে যাবো নীরবে। রাজনীতিতেও এসেছি সরবে, প্রয়োজনে চলে যাবো নীরবে। কিন্তু যাওয়ার আগে অনেকেরই মুখোশ উন্মোচন করে দিয়ে যাবো।

উল্লেখ্য, ৩০ এপ্রিল ছিল নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি নাসিম ওসমানের ৭ম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে শুক্রবার বেলা ১১টায় চাষাঢ়া হীরা মহলে অল্প পরিসরে দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি কিছু সংখ্যক অসচ্ছল মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে এবং বিকাল ৩টায় বন্দরে নাসিম ওসমান মডেল হাইস্কুলে স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক মনোনীত তালিকভুক্ত কিছু অসচ্ছল মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়।

4 responses to “কিছু মানুষের মুখোশ খুলবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য”

  1. … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/11469 […]

  2. … [Trackback]

    […] Find More on on that Topic: doinikdak.com/news/11469 […]

  3. find out says:

    … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/11469 […]

  4. … [Trackback]

    […] There you will find 24177 additional Information to that Topic: doinikdak.com/news/11469 […]

Leave a Reply

Your email address will not be published.

x