ঢাকা, বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
সরাসরি বাগান থেকে ফ্রেশ আম খাইয়ে দেশ মাতাতে প্রস্তুত প্রিমিআম
Reporter Name

মনিরুজ্জামান মুন্না, নওগাঁ; সম্প্রতি দেশের মধ্যে নওগাঁ জেলা আম উৎপাদনে শীর্ষস্থান ধরে রেখেছে কয়েকবছর ধরে, পেয়েছে আমের নতুন রাজধানীর স্বীকৃতিও। নওগাঁয় উৎপাদিত নওগাঁর ব্র‍্যান্ড আম্রপালি, বরেন্দ্র কিং নাক-ফজলি,  জিআই ট্যাগপ্রাপ্ত ক্ষীরসাপাতি (হিমসাগর), গোপালভোগ, ল্যাংড়া, হাঁড়িভাঙা, বারি ৪, কাটিমন প্রভৃতি জাতের আম সারা দেশেই বেশ সুনাম কেড়েছে।

দেশসেরা আম, মনমতো দাম – এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিভাগের আমের নতুন রাজধানী শহর নওগাঁ জেলার চার তরুণের নতুন উদ্যোগ আমবেচাকেনার অনলাইন প্লাটফর্ম  ‘প্রিমিআম’ এর যাত্রা শুরু। কথা হলো প্রিমিআম এর ফাউন্ডার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দূর্যোগ ব্যবস্থাপনার শিক্ষার্থী মীর গোলাম সাকলায়েন এর সাথে।

কথোপকথনের চৌম্বক অংশ তুলে ধরা হলো

ডেস্কঃ প্রিমিআম কি?

সাকলায়েনঃ প্রিমিআম একটি উদ্যোগ, যা নওগাঁ জেলার প্রথম সুপরিকল্পিত ও সুদূরপ্রসারী চিন্তাকে লালায়িত রেখে আপাতত একটি অনলাইন আম বেচাকেনার প্লাটফর্ম।

ডেস্কঃ প্রিমিআম তো সাধারণ একটি গতানুগতিক ধারার ব্যবসা বলেই মনে হচ্ছে। এটাকে উদ্যোগ বলার জন্য আলাদা কোনো বিশেষত্ব আছে কি?..

সাকলায়েনঃ অবশ্যই,আছে। উদ্যোগ আর ব্যবসার মূল যে পার্থক্য.. সেটার দিকে তাকালেই বুঝা যাবে। উদ্যোগ হল সামাজিক কোনো সমস্যাকে চিহ্নিত করে সেটার সমাধানে কাজ করে যাওয়া।

ডেস্কঃ একটু বিস্তারিত ভাবে খোলাসা করবেন কি?

সাকলায়েনঃ দেখুন, নওগাঁ আম উৎপাদনে শীর্ষস্থান দখল করে আসলেও পরিকল্পিত ব্যবস্থাপনার অভাব রয়েছে। যার ফলে তিনটা প্রধান সমস্যা দেখা যাচ্ছে- (১) প্রান্তিক আমচাষীরা উপযুক্ত দাম পাচ্ছেনা; (২) একাধিক মধ্যসত্বভোগীদের খপ্পরে পরে ক্রেতাদের চওড়া মূল্যে আম কিনতে হচ্ছে; (৩) অসাধু মুনাফালোভী ব্যাবসায়ীরা আমে কেমিক্যাল মেশাচ্ছে আর যার ফলে ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকি ক্রমশ বাড়ছে।

এই তিনটে সমস্যাকে দূরীভূত করে সমাধানের মাধ্যম হিসেবে কাজ করার ব্রত – প্রিমিআম এর। যার কারণেই প্রিমিআম-কে গতানুগতিক ধারার ব্যবসা না বলে, বরং উদ্যোগ বলাই শ্রেয়।

ডেস্কঃ আচ্ছা, আপনি প্রিমিআমকে সুদূরপ্রসারী বলছেন কেন?

সাকলায়েনঃ আসলে স্বপ্ন বহুদূরের। বাংলাদেশ আম উৎপাদনে বর্তমান বিশ্বে অষ্টম হলেও, যথেষ্ঠ ব্যবস্থাপনার অভাবে কিংবা কোনো দৈবচয়নে বিশ্বে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও রপ্তানিতে একেবারে পিছিয়ে। দুএকবার দুয়েকটা প্রতিষ্ঠান আপাত সফল হতে পারলেও, ধরে রাখতে পারেনি কেউই। প্রিমিআম স্বপ্ন দেখে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হবার।

ডেস্কঃ বাহ!  বেশ বড় স্বপ্ন তো! প্রতিবন্ধকতা কেমন  দেখছেন?

সাকলায়েনঃ (হাসি) স্বপ্ন দেখতে তো আর টাকা লাগেনা। ছুটতে ভয় কিসের?  সফলতার প্রথম সিঁড়িটা একটু কষ্টেরই হয়। আমরাও প্রস্তুত।

ডেস্কঃ আপনারা বলতে?
সাকলায়েনঃ আমরা প্রিমিআম টিম। মূলত আমি এবং আমার বাঁকি তিন পার্টনারকে বুঝিয়েছি।

ডেস্কঃ উনাদের পরিচয়?
সাকলায়েনঃ প্রত্যেকেই তরুণ, সমমনা এবং স্বপ্নছুট কর্মব্যস্ত আর প্রত্যেকেই শিক্ষার্থী। মোঃ তানবীরুল ইসলাম, শিক্ষার্থী, আরবি সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। শাহরিয়ার সৈকত, শিক্ষার্থী, পদার্থ বিজ্ঞান, জাতীয় বিশ্ববিদ্যালয়। এবং শাহরিয়ার আহমেদ সৌরভ পড়াশুনা করছে হামদর্দ ইউনানি মেডিকেল কলেজে।

ডেস্কঃ কেন এমন ভাবনা আপনাদের?
সাকলায়েনঃ পয়েন্ট আকারে বলতে গেলে, (১) করোনা মহামারীতে বৈশ্বিক অর্থনীতির বাজে প্রভাব; (২) আমরা প্রত্যেকেই খুব দ্রুত সময়েই সাময়িক সময়ের জন্য হলেও বেকারত্ব বরণ করা।
(৩) উদ্যোক্তা হয়ে নিজস্ব ব্র‍্যান্ড প্রতিষ্ঠা করার ইচ্ছে, অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
(৪) ধর্মীয় বিশ্বাসের একটা জায়গা আছে, ব্যক্তিগত সেটা উল্লেখ করতে চাচ্ছিনা।

ডেস্কঃ ঠিক আছে। শেষ প্রশ্ন- প্রিমিআম কিভাবে কি করছে?
সাকলায়েনঃ এখন প্রিমিআম আমের স্থানভেদে আমের গুণ ও মানের বিশেষত্বের উপর ভিত্তি করে আলাদা আলাদা কয়েকটি বাগানের সাথে চুক্তি সম্পন্ন করেছে। যে বাগান থেকে সরাসরি সেরা স্বাদের আমগুলোই ভোক্তাদের কাছে কুরিয়ার কিংবা সম্ভব হলে হোম ডেলিভারি দেবার ব্যবস্থা করতে চায়৷ দেশের যেকোনো প্রান্ত থেকে গ্রাহক আসন্ন মৌসুমে কুরিয়ার/ অন্য কোনো মাধ্যমে প্রি-পেইড ওয়েতে আম নিতে পারবে৷ শুধু তা-ই নয়, দেশের যেকোনো প্রান্ত থেকে কেউ চাইলেই প্রিমিআম এজেন্ট কিংবা পাইকার হিসেবে আয় করতে পারার সুযোগও তৈরী করে দিতে চায়।

ডেস্কঃ ঠিক আছে। ধন্যবাদ, আপনার উদ্যোগ সাফল্য মণ্ডিত হোক। শুভকামনা।
সাকলায়েনঃ আপনাকেও ধন্যবাদ। (হাসি

x