ঢাকা, রবিবার ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন
ইউনিভার্সিটিতে ছাত্রীদের নগ্ন করে শরীর চেক
Reporter Name

সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয় আকাল ইউনিভার্সিটিতে ছাত্রীদের নগ্ন করে শরীর চেক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের বাথিন্ডার তালওয়ান্ডি সাবোতের ইউনিভার্সিটিতে।

এদিকে সর্বোচ্চ বিদ্যাপিঠ একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে নগ্ন করে শরীর চেক করে দেখা হয়েছে, কার ঋতুচক্র চলছে। এ ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আকাল ইউনিভার্সিটি।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১২ জনেরও বেশী ছাত্রী অবস্থান করেন ক্যাম্পাসের একটি হোস্টেলে।

সেখানকার টয়লেটে কেউ একজন ফেলে আসেন ব্যবহৃত স্যানেটারি প্যাড। কে এ কাজ করেছেন তা সনাক্ত করতে ওই হোস্টেলের রক্ষণাবেক্ষণকারীরা ছাত্রীদের নগ্ন করেছেন। চেক করে দেখেছেন কার ঋতুচক্র চলছে।

এদিকে এ ঘটনা প্রকাশ পাওয়ার পর সেখানে বিক্ষোভে ফেটে পড়েছেন প্রায় ৬০০-৭০০ শিক্ষার্থী। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ দু’জন নারী রক্ষাণাবেক্ষণকারী ও দু’জন নারী নিরাপত্তারক্ষীকে চাকরি থেকে বরখাস্ত করেছে। প্রথম দিকে বিশ্ববিদ্যালয়টি ঘটনাটিকে একটি ছোট ভুল বলে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।

কিন্তু শিক্ষার্থীরা প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রাখেন। ফলে কোনো আইনগত পদক্ষেপে না গিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের ওই চার কর্মচারীকে বরখাস্ত করে। কর্তৃপক্ষ বিলম্বে এ ব্যবস্থা নিয়েছে বলে অভিযোগ এনেছেন শিক্ষার্থীরা।এ সময় তারা অভিযোগ করেছেন, ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অতিমাত্রায় রক্ষণশীল। এমন কি সেখানে মেয়ে ও ছেলেদের মধ্যে কথা বলাও অনুমোদিত নয় বলে তাদের দাবি।

এ ব্যাপারে বিক্ষোভে যোগ দেয়া শিক্ষার্থীরা বলছেন, ‘আমরা ওইসব ওয়ার্ডেন ও কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।’এর আগে গত বছর নভেম্বরে একই রকম ঘটনা ঘটেছিল একটি স্কুলে। সেখানকার টয়লেটে স্যানিটারি প্যাড পাওয়ার পর শিক্ষিকারা প্রায় ১৫ জন ছাত্রীকে নগ্ন করে চেক করেছিলেন।

6 responses to “ইউনিভার্সিটিতে ছাত্রীদের নগ্ন করে শরীর চেক”

  1. … [Trackback]

    […] Read More Information here to that Topic: doinikdak.com/news/11444 […]

  2. … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/11444 […]

  3. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/11444 […]

  4. fuckboy says:

    … [Trackback]

    […] Here you will find 28580 more Info to that Topic: doinikdak.com/news/11444 […]

  5. cock says:

    … [Trackback]

    […] Here you can find 51372 more Info on that Topic: doinikdak.com/news/11444 […]

  6. altogel says:

    … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/11444 […]

Leave a Reply

Your email address will not be published.