হীমেল মিত্র অপু,স্টাফ রিপোর্টারঃ বর্তমান অবস্থায় দেশে বৃহৎ আকারে করোনার সংক্রমণ ছড়িয়েছে,আর সরকার ঘোষিত লকডাউনে উত্তরাঞ্চলের বিভিন্ন কর্ম বন্ধ থাকায় নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষদের দুর্ভোগ দেখা দিয়েছে।
রংপুর জেলার মহিপুর চরাঞ্চলের ঐসকল পরিবারের শিশুদের মাঝে আজ (৩০ এপ্রিল ) শুক্রবার বিকেল ৫ টার সময় অলোক নাথের নেতৃত্বে সুদূর মহিপুর চরাঞ্চলে ১৫০ জন শিশুদের মাঝে মাক্স, সাবান, পানি এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মানবতায় মানুষ,রংপুর এর সভাপতি, মোয়াজ্জেম হোসেন লাবলু, সহ সভাপতি, দেব জ্যেতি সরকার, সাধারণ সম্পাদক, অলোক নাথ। যুগ্ম সাধারণ সম্পাদক, সাজ্জাদ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক, নয়ন চন্দ্র মোহন্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মোস্তফা,
তথ্য ও গবেষণা সম্পাদক, বেলায়েত হোসেন বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দিব্যেন্দু বসু রায় ক্রিড়া বিষয়ক সম্পাদক, দানিশ সদস্য, হীমেল মিত্র অপু রাসেল আহমেদ সহ স্থানীয় শুধিবৃন্দগণ।
মানবতায় মানুষ, রংপুর এর সাধারণ সম্পাদক অলোক নাথ বলেন, করোনার প্রকোপ শুরু থেকেই আমরা সংগঠনের পক্ষ থেকে ইতোপূর্বে হতদরিদ্র, অসহায় মানুষদের মাঝে মাক্স বিতরণ, ২৬ শে মার্চে ৩০০ শত গরীব মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছি।
তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় আগামী দিনেও মানবতায় মানুষ, রংপুর সংগঠন মানবতার পাশে থাকবে
… [Trackback]
[…] Read More on on that Topic: doinikdak.com/news/11382 […]