স্টাফ রিপোটার,ঈদগাঁওঃ মানবতার স্পর্শে, দূর হোক অন্ধকার এ শ্লোগান কে সামনে রেখে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানেই রোজাদারদের মাঝে বিরিয়ানী বিতরণ কর্মসুচী অনুষ্টিত হয়েছে।
৩০শে এপ্রিল বিকেলে জেলার ঈদগাঁও ,রামু ও কক্সবাজার শহরে একযোগে বিরিয়ানী বিতরণ করা হয়েছে। খাবার পেয়ে খুশি হন রোজাদার।
বিতরনকালে অংশ নেন, সেভ দ্য ফিউচার ফাউ ন্ডেশন জেলা শাখার সভাপতি মোজাম্মেল হক, যুগ্ন সাধারন সম্পাদক এম আবু হেনা সাগর, হাবিবুল্লাহ মিছবাহ ইয়াছির, ঈসমাইল খান বাপ্পি
সদস্য ইব্রাহিম খলিল তোষার,মোস্তফা কামাল,কক্সবাজার শহর প্রতিনিধি মিজানুর রহমান ওসদস্য শফিকুর রহমান, রামুর প্রতিনিধি মুবিনুর রহমান,সদস্য মুন্না।
উল্লেখ্য, বিগত তিনবছর ধরে মানবিক কর্মকান্ড নিয়ে জেলায় সুনাম ধরে সেচ্ছাসেবী,সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন।