সেঞ্চুরির মিছিলে রানের বন্যা, বোলারদের নাভিশ্বাস। উইকেটের নাগাল পাওয়া যেন সোনার হরিণ। ক্যান্ডির এমন উইকেটেই জোড়া সাফল্যে সকাল রাঙালেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশকে এনে দিয়েছেন স্বস্তি।
দীর্ঘ অপেক্ষার পর দ্বিতীয় দিনের প্রথম সেশনের শেষ দিকে জোড়া আঘাত হানেন তাসকিন। প্রথমে সাজঘরে পাঠান ১৪০ রান করা লঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নেকে। ভাঙেন ১০৪ রানের দ্বিতীয় উইকেট জুটি।
অ্যাঞ্জেলো ম্যাথুসকে (৫) বেশিক্ষণ টিকতে দেননি। অফস্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লেগে চলে যায় লিটন দাসের গ্লাভসে। কিছুক্ষণ পরই ধনাঞ্জয়া ডি সিলভাকে (২) সাজঘরে পাঠান তাইজুল ইসলাম।
পাল্লেকেলে স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের সাফল্য তিনটি। শেষ ২১ রানে পড়েছে ওই দুটিই। ওসাধা ফার্নান্দো ফিফটি পেরিয়ে অপরাজিত রয়েছেন ৬৫ রানে।
টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে স্বাগতিক শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩৩৪ রান। প্রথম দিন ১ উইকেটে ২৯১ রান তুলেছিল দিমুথ করুনারত্নের দল।
লঙ্কানদের ২০৯ রানের মাথায় ওপেনিং জুটি বিচ্ছিন্ন করেন অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম। ১১৮ রান করা লঙ্কান অধিনায়ক উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন। আরেক সেঞ্চুরিয়ান থিরিমান্নেও উইকেটের পেছনে ক্যাচ দেন।
নিউজ সোর্সঃ তাসকিনের জোড়া আঘাত, স্বস্তিতে বাংলাদেশ