বাবলু ইসলাম, নীলফামারী প্রতিনিধি: অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে অনুপ্রবেশ করায় নীলফামারীতে এক ভারতীয় তরুণীকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মিতালী দাস (২১) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার নেতাজী কলোনির অভিজিৎ দাসের মেয়ে।
তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ অভিযোগে নীলফামারী থানায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সদর থানার পরিদর্শক মো. আব্দুর রউপ।